মার্চ ১৩, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ
ব্যাটার জ্যাক ক্রলির সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক জো রুটের হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে এগিয়ে সফরকারী ইংল্যান্ড। ৯ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিন শেষে ১৫৩ রানে এগিয়ে ইংলিশরা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ২১৭ রান করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৭৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিলো ৩১১ রান।
এনক্রুমার বোনারের ১২৩ রানের উপর ভর করে তৃতীয় দিন শেষে ১৫৭ ওভারে ৯ উইকেটে ৩৭৩ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেট হাতে নিয়ে ৬২ রানে এগিয়েছিলো ক্যারিবীয়রা।
চতুর্থ দিন বাকী ১ উইকেটে ২ রানের বেশি যোগ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দিনের তৃতীয় বলেই ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার জেইডেন সিলেসকে খালি হাতে বিদায় দেন ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ।
ভিরাসামি পেরমল ২৬ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের ক্রেইগ ওভারটন-জ্যাক লিচ ও বেন স্টোকস ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৬৪ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১১তম ওভারে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। অভিষেক টেস্ট খেলতে নামা অ্যালেক্স লিচকে ৬ রানে ফিরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ।
দলীয় ২৪ রানে প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন আরেক ওপেনার ক্রলি ও অধিনায়ক জো রুট। মধ্যাহ্ন-বিরতির আগ পর্যন্ত দলের স্কোর ৭২ রানে নেন তারা। জোড়া হাফ-সেঞ্চুরি তুলে ১ উইকেটে ১৪৬ রান নিয়ে চা-বিরতিতে যান ক্রলি ও রুট। এ সময় ক্রলি ৭৯ ও রুট ৫৫ রানে অপরাজিত ছিলেন।
দিনের তৃতীয় ও শেষ সেশনে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ক্রলি। ১৮১ বল খেলে তিন অংকে পা রাখেন তিনি। এরপর দিনের শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে যান ক্রলি ও রুট। দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৩২৪ বলে ১৯৩ রান করেন তারা।
২০০ বল খেলে ১৬টি চারে ১১৭ রানে অপরাজিত থাকেন ক্রলি। ৬টি চারে ১৫৮ বলে ৮৪ রানে অপরাজিত আছেন রুট। ওয়েস্ট ইন্ডিজের রোচ ৩১ রানে ১ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর : (টস-ইংল্যান্ড)
ইংল্যান্ড : ৩১১ ও ২১৭/১, ৬৩.২ ওভার (ক্রলি ১১৭*, রুট ৮৪*, রোচ ১/৩১)।
ওয়েস্ট ইন্ডিজ : ৩৭৫/১০, ১৫৭.৩ ওভার (বোনার ১২৩, ব্র্যাথওয়েট ৫৫, স্টোকস ২/৪২)।