মার্চ ১৩, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ণ
ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে কেউই স্পর্শ করতে পারবে না বলে মনে করেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক আংশুমান গায়কোয়াড়।
এছাড়া টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করতে পারলে সেটা একমাত্র কোহলিই পারবেন বলে মনে করছেন গায়কোয়াড়। তিনি বলেন, বর্তমান ভারতীয় দলের কোন খেলোয়াড় যদি টেন্ডুলকারের অসংখ্য ব্যাটিং রেকর্ডের কাছাকাছিও যেতে পারে তবে সেটা কোহলিই। টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করতে না পারলেও, কোহলিকে কেউই ধরতে পারবে না।
টেন্ডুলকার না-কি কোহলি সেরা, এমন বিতর্ক প্রায়ই ভারতীয় ক্রিকেটে হয়ে থাকে। বর্তমান যুগের সেরার সঙ্গে টেন্ডুলকারের তুলনা হচ্ছে। তবে পরিসংখ্যান, পারফরমেন্স যাই-হোক না কেন বর্তমান ভারতীয় দলের একজন খেলোয়াড় যদি টেন্ডুলকারের অসংখ্য ব্যাটিং রেকর্ডের কাছাকাছি যেতে পারেন, তিনি হলেন কোহলি।
সদ্যই টেস্টে শততম ম্যাচ খেলেছেন কোহলি। নিউজ১৮কে দেয়া এক সাক্ষাৎকারে গায়কোয়াড় বলেন, ১০০ টেস্ট ম্যাচ খেলা অনেক বড় কৃতিত্বের। এভাবেই এগিয়ে যাবে সে। ১০০ টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা পার্থক্য গড়ে দেয়। কোহলি যতদিন ফিট থাকবে ততদিন তাকে স্পর্শ করা যাবে না। সে নিজের ফিটনেসের ব্যাপারে এতটাই সচেতন যে, সে যদি ২০০ টেস্ট খেলে আমি অবাক হবো না। সাত-আট বছর নয়। কোহলি যেভাবে খেলছে তাতে, আরো ১০ বছর খেলবে।
১৯৯৭ সাল থেকে ভারতের কোচ ছিলেন গায়কোয়াড়। ঐ সময় ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন টেন্ডুলকার। ১৯৯৮ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৪২ ইনিংসে ৬৮ দশমিক ৬৭ গড়ে ২৫৪১ রান করেছিলেন টেন্ডুলকার।
গায়কোয়াড় বলেন, ভারতীয় ক্রিকেটে বড় অ্যাডভান্টেজ হবেকোহলি । সে শুধু পারফর্মই করে না। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়। খেলোয়াড় ও অধিনায়ক হিসাবে কোহলি এখন যথেষ্ট অভিজ্ঞ। সে বিশ্বকে দেখিয়েছে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য, পেছন ফিরে তাকানোর ব্যাপার নেই। সে হার পরাজয় মানে না। অনেক বেশি পজিটিভ। শেষ পর্যন্ত হাল না ছাড়া ক্রিকেটার কোহলি।
তিনি আরো বলেন, কোহলির মনোভাব, ব্যক্তিত্ব এবং তার কাজই বুঝিয়ে দেয় সে ছাড়ার মানুষ নয়। সে শেষ পর্যন্ত লড়বে। সারা বিশ্ব দেখেছে সেটা। ছেলেরা দলে এসেছে, ছিটকে গেছে। নতুন ছেলেরা এসেছে, কোহলি দেখিয়েছে, দেশের বাইরেও পারফর্ম করা যায়।
টেস্টে ২৭টি ও ওয়ানডেতে ৪৩টি সেঞ্চুরি রয়েছে কোহলির। তবে ২০১৯ সালের নভেম্বর থেকে কোন সেঞ্চুরি নেই কোহলির।