সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৭:২৪ পূর্বাহ্ণ
কেকের ওজন সাধারণত এক-দুই পাউন্ড হয়ে থাকে। আরও বড় কেকও অবশ্য পাওয়া যায়। তাই বলে ১৫ হাজার ৮ পাউন্ড ওজনের কেকের কথা কে কবে শুনেছে! বিশালাকার এ কেক বানিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ক্র্যাফট হেইঞ্জ।
সম্প্রতি নিউইয়র্কের লোভিলে হয়ে গেল বার্ষিক ‘ক্রিম চিজ ফেস্টিভ্যাল’। এই উৎসবে বিশালাকার চিজকেকটি হাজির করে সবাইকে তাক লাগিয়ে দেয় ক্র্যাফট হেইঞ্জ। ২০১৩ সালেও বড় একটি চিজকেক তৈরি করে বিশ্বরেকর্ড গড়েছিল কোম্পানিটি।