কুমার বিশ্বজিতের আত্মজীবনী ‘এবং বিশ্বজিৎ’

বিনোদন স্পেশাল

মার্চ ৭, ২০২২ ৯:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল কিংবদন্তি সংগীত শিল্পী কুমার বিশ্বজিতের আত্মকথনমূলক আত্মজীবনী গ্রন্থ ‘এবং বিশ্বজিৎ’ এর প্রকাশনা উৎসব। বইটি লিখেছেন সংগীত শিল্পী জয় শাহরিয়ায় এবং প্রকাশ করেছে আজব প্রকাশনী।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংগীত ঐক্য বাংলাদেশের মহাসচিব শহীদ মাহমুদ জঙ্গী, কুমার বিশ্বজিৎ, ইবরার টিপু, কিশোর ক্লডিয়াস, ডা. আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ।

মোড়ক উম্মোচনের আগে আলোচনা সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বরেণ্য শিল্পীদের জীবন লিপিবদ্ধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এমন কাজ খুবই কম হয়। কুমার বিশ্বজিতের কথনে তার গড়ে ওঠার গল্প প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা যোগাবে।

‘এবং বিশ্বজিৎ’ গ্রন্থ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন কুমার বিশ্বজি নিজেও। তার বই পড়ে তরুণ প্রজন্ম জীবনের চড়াই উতরাই সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন বলে আশা তার।

আলোচনা অনুষ্ঠান শেষে ‘এবং কুমার বিশ্বজিৎ’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। এরপর সকলের সাথে উম্মুক্ত অটোগ্রাফ সেশন করেন কুমার কুমার বিশ্বজিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *