কার বুকে মাথা রেখে প্রশান্তিতে চোখ বুজে আছেন শ্রাবন্তী?

বিনোদন

মার্চ ৯, ২০২২ ১:১২ অপরাহ্ণ

কাশ্মীরে চারদিক ছেয়ে আছে বরফের আস্তরণে। এর মধ্যেই দেখা যায় পাতা বিহীন গাছের আঁকাবাঁকা ডাল। এমন নৈস্বর্গিক পরিবেশে এক ব্যক্তির বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কে তিনি? আর ছবিটার পেছনের গল্পই বা কী?

যার বুকে মাথা রেখে প্রশান্তিতে চোখ বুজে আছেন শ্রাবন্তী, তিনি টালিউড অভিনেতা ওম সাহানি। ছবিটাও মূলত তাদের নতুন সিনেমার গানের দৃশ্য থেকে নেয়া। সিনেমাটির নাম ‘ভয় পেয়ো না’। বেশ কিছুদিন আগেই এর সংলাপ অংশের শুটিং শেষ হয়েছে। এখন চলছে গানের চিত্রায়ন।

গানের জন্য বেছে নেয়া হয়েছে কাশ্মীরের মতো জায়গাকে। সেখানকার চোখ জুড়ানো পরিবেশে ওম-শ্রাবন্তীর রসায়ন ক্যামেরাবন্দি করছেন নির্মাতা অয়ন দে। এর ফাঁকেই নায়ক-নায়িকাকে স্থিরচিত্রের ফ্রেমে আটকেছেন ওমের স্ত্রী মিমি দত্ত।

ছবিটি পোস্ট দিয়েছেন ওম নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। অপেক্ষা সইছে না আর।’

প্রসঙ্গত, ওম সাহানি বিয়ে করেছেন ২০২১ সালের প্রথম দিন। টিভি সিরিয়ালে একসঙ্গে কাজ করতে গিয়ে মিমি দত্তের সঙ্গে তার পরিচয় হয় ২০১১ সালে। এরপর বন্ধুত্ব ও ভালোবাসা গড়ে ওঠে তাদের মধ্যে।

অন্যদিকে শ্রাবন্তী চ্যাটার্জি বর্তমানে প্রেম করছেন অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সংসার ছেড়ে এসে এই সম্পর্কে যুক্ত হয়েছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *