কাঞ্চন-নিপুণসহ ১১ জনকে জায়েদ খানের আইনি নোটিশ

বিনোদন

মার্চ ২৯, ২০২২ ৯:০২ পূর্বাহ্ণ

ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বে গেল ২৬ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্টাডি রুমে মিটিং করেছেন সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সদস্যরা। সেই মিটিং অবৈধ উল্লেখ করে তাতে উপস্থিত ১১ জনকে উকিল নোটিশ পাঠিয়েছেন জায়েদ খান। সোমবার (২৮ মার্চ) জায়েদের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী তানভীর হোসেন খান।

নোটিশপ্রাপ্তরা হলেন- সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, আপিল বোর্ডের রায়ে সাধারণ সম্পাদক পদ পাওয়া নিপুণ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামনুন ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, কেয়া, জেসমিন আক্তার, অমিত হাসান ও নাদের খান।

নোটিশে বলা হয়েছে, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও সরকারি সাধারণ ছুটির দিনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মিটিং আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য অসৎ। সেই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ও লঙ্ঘন করেছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৬ মার্চের মিটিংয়ের কার্যবিবরণী বাতিল করে সকল নোটিশগ্রহীতাকে অনুরোধ করা হয়েছে যাতে নিপুণকে আর কোনো মিটিংয়ে নেওয়ার সুযোগ না দেওয়া হয়। গত ১৪ মার্চ আপিল বিভাগের দেওয়া আদেশ অনুযায়ী নিপুণকে মিটিংয়ে না নেওয়ার এই অনুরোধ করা হয়েছে নোটিশে। একই সঙ্গে নোটিশ গ্রহীতার কাছে আগামী তিন দিনের মধ্যে এ ধরনের কার্যক্রম কেন করা হয়েছে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আদালত অবমাননার কারণে মামলা দায়ের করা হবে বলে জানান।

তবে এ বিষয় নিয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে ফোন করলে তিনি ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *