করোনা সংক্রমণের হার এখন নিম্নমুখী। স্বাভাবিক হয়ে আসছে জীবনধারা। ঠিক এমন সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ। গত মঙ্গলবার তিনি করোনা পজিটিভ হন। জাতীয় সংসদের এই সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জানুয়ারিতে যশোরে করোনার বুস্টার ডোজ নিয়েছিলেন। তবুও করোনা আক্রান্ত হলেন তিনি।
দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান, মৃদু উপসর্গ ছিল। হালকা ব্যথা, কাশি ও জ্বর ছিল। এখন অবশ্য এগুলো তেমন নেই। শারীরিকভাবে অনেকটা সুস্থ অনুভব করছি।
৮ মার্চ করোনা পজিটিভ হলেও ব্যস্ততা কমেনি তার। ক্রীড়াঙ্গনের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন করোনাভাইরাসকে সঙ্গী করেই৷ গতকাল জাতীয় দল কমিটির সভায় অনলাইনে সভাপতিত্ব করেছেন তিনি৷
নিজের সুস্থতার জন্য সকলের নিকটে দোয়াপ্রার্থী বাফুফের এই সহসভাপতি। সকলকে করোনাভাইরাসের নিয়মিত ডোজের পাশাপাশি বুস্টার নেয়ার অনুরোধ জানিয়েছেন।