কঠিন পথ পাড়ি দেওয়া গুরমিতের গল্প

বিনোদন

মার্চ ১, ২০২২ ৯:১১ পূর্বাহ্ণ

গুরমিত চৌধুরী, যাকে এক নামে চেনেন সকলে। ‘রামায়ণ’ ,’গীত-হুই সবসে পরাই’, ‘পুনর্বিবাহ জিন্দেগি’-র মতো জনপ্রিয় ধারাবাহিক ছাড়াও একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু তার জনপ্রিয়তা এবং সাফল্যে পৌঁছনোর পথ এতটাও সহজ ছিল না। এর আগে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে গুরমিতকে।

গুরমিতের জন্ম বিহারে। অভিনয় করার ইচ্ছাশক্তি তাকে মুম্বাই নিয়ে আসে। নাচ, মার্শাল আর্ট, গান, অভিনয়ে পারদর্শী গুরমিত কোনও ভাবেই ইন্ডাস্ট্রিতে তার জমি শক্ত করতে পারছিলেন না শুরুর দিকে। কিন্তু পেট তো চালাতে হবেই। বিভিন্ন কাজকে তাই পেশা হিসেবে নিতে হয়েছে তাকে।

রোজগারের শুরুতে কোলাবার একটি দোকানে দারোয়ানের চাকরি পান তিনি। সারা দিন ধরে দরজায় দাঁড়িয়ে খদ্দেরদের স্বাগত জানিয়ে এবং তাদের জন্য দরজা খুলে দিতে দিতে বড় অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন গুরমিত। প্রবল পরিশ্রম করতে করতে অভিনয়ে কাজ করার সুযোগও খুঁজে বেড়াতেন তিনি।

তার পরে ধীরে ধীরে মডেলিং করতে করতে এক সময়ে ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করার সুযোগ পান গুরমিত। যদিও সেই ধারাবাহিক শেষ হওয়ার পরে তিন বছর কর্মহীন ছিলেন তিনি। কিন্তু ২০১১ সালে ‘গীত-হুই সবসে পরাই’ ধারাবাহিকে সুযোগ পাওয়ার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আর এভাবেই ধীরে ধীরে শুরু হতে থাকে তার নাম যশ ও খ্যাতি।

একের পর এক কাজ করতে থাকেন এই অভিনেতা। ২০১১ সালেই হিন্দি টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন গুরমিত। ‘রামায়ণ’ ধারাবাহিকের দৌলতেই আলাপ তার সঙ্গে। সেই ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করেছিলেন শোভাবাজারের, বাঙালি বাড়ির মেয়ে ,দেবিনা। বিয়ের পর গুরমিত-দেবিনা আপাতত তাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে গুরমিত এরই মধ্যে একাধিক ছবিও পোস্ট করেন তার সামাজিক যোগাযাগ মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *