এসব নিষেধাজ্ঞা এমনিতেও আরোপ করা হতো: পুতিন

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ১১, ২০২২ ১২:০২ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের চাপিয়ে দেয়া বেআইনি নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতি কাটিয়ে তার দেশ ভবিষ্যতে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। বৃহস্পতিবার রুশ মন্ত্রিসভার এক বৈঠকে পুতিন এ প্রত্যয় জানান।

তিনি বলেন, ইউক্রেনে যে সামরিক অভিযান চলছে তার কোনো বিকল্প মস্কোর সামনে রাখা হয়নি। তিনি আরো বলেন, রাশিয়া এমন কোনো দেশ নয় যে কিনা স্বল্প-সময়ের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের সার্বভৌমত্ব নিয়ে অন্যের সঙ্গে আপোষ করবে।

পুতিন স্পষ্ট করে বলেন, এসব নিষেধাজ্ঞা কোনো না কোনো অজুহাতে আরোপ করা হতোই। কাজেই এ নিয়ে দেশের ভেতরে কিছু প্রশ্ন উঠবে কিছু সমস্যা তৈরি হবে কিন্তু আমরা অতীতের মতো এসব সমস্যা কাটিয়ে উঠবই। তখন আমাদের স্বাধীনতা, স্বনির্ভরতা ও সার্বভৌমত্ব আরো বেশি শক্তিশালী হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশের বিরুদ্ধে পাশ্চাত্য যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অবৈধ। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর যেসব প্রতিষ্ঠান দেশটি থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে, সেসব প্রতিষ্ঠান রুশ সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেয়ারও আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, যে প্রতিষ্ঠানগুলো উৎপাদন বন্ধ করে চলে যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে বহির্দেশীয় ব্যবস্থাপনা চালু করতে পারে রাশিয়া। এরপর যারা এই প্রতিষ্ঠানগুলো চালানোর আগ্রহ প্রকাশ করবে, তাদের হাতে সেগুলো তুলে দেয়া হবে। তিনি বলেন, এই পদক্ষেপ নেয়ার জন্য আমরা আইনি পথ খুঁজে বের করব।

রাশিয়া গত কয়েক মাস ধরে পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ও ন্যাটোর কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়ে রাশিয়া বলেছিল, ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে না বলে লিখিত নিশ্চয়তা দিতে হবে।

কিন্তু আমেরিকা ও ন্যাটো জোট সেকরম কোনো গ্যারান্টি দিতে রাজি হয়নি বরং ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনড় ছিল পাশ্চাত্য। এ অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *