এশিয়া কাপ-বিশ্বকাপ জয়ের স্বপ্ন মিরাজের চোখে

খেলা স্লাইড

মার্চ ২০, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ জিতে সেই স্বপ্নে লেগেছে জোর হাওয়া। অনবদ্য এই জয়ে বড় অবদান রাখা মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, তাদের স্বপ্ন আরও অনেক বড়।

শুধু বিদেশে সিরিজ জয় নয়, এশিয়া কাপ ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন মিরাজ।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলি রাব্বির অর্ধশতকে ভর করে সফরকারীরা পায় ৩১৪ রানের সংগ্রহ।

বল হাতেও শুরু থেকেই ভালো করে বাংলাদেশ। সেই ধারা ধরে রেখে ৩৮ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে জয় দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা। সিরিজের শুরুতেই এই জয় বাংলাদেশ দলকে আরও আত্মবিশ্বাসী করেছে।

দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই তামিম ইকবাল ও মিরাজের ভেতর এই সিরিজ নিয়ে কথা হয়েছিল। সেই আলাপচারিতায় মিরাজ বলেছিলেন, তার মনে হচ্ছে এই সফরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে। তামিমের মনও সায় দিয়েছিল মিরাজের ভাবনার সাথে।

এখন একটি ম্যাচ জিতেই থেমে যেতে চান না টাইগাররা। বিদেশের মাটিতে সিরিজ জয়ের জন্য তারা পরিকল্পনা করে সেভাবেই এগোচ্ছেন। তাদের স্বপ্ন আরও অনেক বড়। এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এগোচ্ছে বাংলাদেশ।

মিরাজ বলেন, স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন আমরা সিরিজ জিতি, বিদেশেও সিরিজ জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চাই।

তিনি আরো বলেন, আমাদের চিন্তাভাবনাও ওরকম যে আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা ওইভাবেই পরিকল্পনা করছি এবং তা অনুসরণ করছি যে আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।

রোববার (২০ মার্চ) জোহানেসবার্গে বাংলাদেশ সময় দুপুর দুইটায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *