এশিয়া কাপ নিয়ে দেশে ফিরেছেন জুনিয়র টাইগাররা

এশিয়া কাপ নিয়ে দেশে ফিরেছেন জুনিয়র টাইগাররা

খেলা

ডিসেম্বর ১০, ২০২৪ ৬:২৬ পূর্বাহ্ণ

এশিয়া কাপ জয়ের পর আজ সোমবার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারসহ কোচিং স্টাফের সদস্যরা। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত ১১টায় অবতরণ করে যুব এশিয়া কাপ দলের বহণকারী বিমান। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক আকরাম খান, নাজমুল আবেদীন ফাহিম, ইফতেখার মিঠু ও ফাহিম সিনহা।

শনিবার এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়াবারের মতো এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব দখল রাখে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে তোপে পোড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ইকবাল হোসেন, ইমন-আল ফাহাদদের দুর্দান্ত বোলিংয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় তারা।

রাতে বিসিবি অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, নায়কদের স্বদেশ প্রত্যাবর্তন, দেশে ফিরেছে বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই তরুণ ক্রিকেটাররা এসিসি পুরুষদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা জিতে জাতির জন্য অপরিসীম গর্ব নিয়ে এসেছেন।

বড় মঞ্চে সিনিয়ররা না পারলেও দ্যুতি ছড়াচ্ছেন জুনিয়র টাইগাররা; বাংলাদেশ ক্রিকেটে যেনো উনিশের ‘দাপট’। গত চার যুব এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বার ফাইনাল খেললো অনুর্ধ্ব-১৯ দল। ২০১৯ যুব এশিয়া কাপে রানার্সআপ, ২০২৩ ও ২০২৪-এ চ্যাম্পিয়ন। মাঝে ২০২০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন।