এরদোগানের নৈশভোজে ইসরাইলি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ১১, ২০২২ ৮:৪০ পূর্বাহ্ণ

ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে জাঁকজমক ও উদযাপনের মাধ্যমে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এক সময়ের আঞ্চলিক দুই মিত্রের মধ্যে দীর্ঘ সম্পর্কের অবনতির পর আবার তারা নতুন করে পথচলা শুরু করছে।

বুধবার ইসরাইলের লেবার পার্টির সাবেক নেতা হারজগ তুরস্কে আসেন। নির্বাহী সিদ্ধান্ত নেওয়ার চেয়েও ২৪ ঘণ্টা এই সফর ছিল প্রদর্শনমূলক। গেল ১৪ বছরের মধ্যে প্রথম কোনো ইসরাইলি শীর্ষ নেতা তুরস্কে এলেন।

এ সময়ে আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করেন দুই প্রেসিডেন্ট ও তাদের প্রতিনিধিরা। পরে আইজ্যাক হারজগ ও তার স্ত্রী মিশেলের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন এরদোগান।

এরদোগান বলেন, আমি মনে করি, এটি এক ঐতিহাসিক সফর। এতে তুরস্ক-ইসরাইল সম্পর্কে নতুন মোড় নেবে। তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার পাশে ছিল ইসরাইলি ও তুরস্কের পতাকা।

আর হারজগ বলেন, দুই দেশের সম্পর্কের খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতিনিধিত্ব করে এই সফর। যা আমাদের বন্ধুত্বের সম্পর্কের ভিত্তি স্থাপন ও তা লালনে বড় সুযোগ এনে দেবে। সব বিষয়ে যে আমরা একমত হব, এমন কোনো কথা নেই। এটিই সম্পর্কের প্রকৃতি, যা অতীতেও আমাদের সমৃদ্ধ করেছে।

এর আগে ২০০৭ সালে তুরস্কের পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী শিমন প্যারেজ। তুরস্কের সঙ্গে গাজা উপত্যকার শাসনকারী প্রতিরোধ আন্দোলন হামাসেরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *