এবার বড় পর্দায় আসছে বিক্রম-শোলাঙ্কি

বিনোদন

মার্চ ২৫, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গের ছোট পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় জুটিকে। ‘ইচ্ছেনদী’ নামক একটি ধারাবাহিকে একে অপরের বিপরীতে অভিনয় করেছিলেন তারা। সেসময় বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছিলেন।

এবার একসঙ্গে আসছেন বড় পর্দার জুটি হিসেবে। অরিত্র সেনের পরিচালনায় ‘শহরের উষ্ণতম দিনে’ নামক একটি সিনেমায় কাজ করবেন তারা। বড় পর্দায় তারা আসছেন ঋতবান আর অনিন্দিতা হয়ে। জানা গেছে প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। ‘শহরের উষ্ণতম দিনে’র জন্য কলকাতা শহরের প্রেক্ষাপট বেছে নিয়েছেন পরিচালক। নায়ক-নায়িকার প্রথম প্রেম ও প্রেমে ফেরা… সব এ শহরকে কেন্দ্র করেই। এক সময়ে পরিস্থিতির শিকার হয়ে ঋতবান আর অনিন্দিতাকে বেছে নিতে হয় আলাদা রাস্তা। লন্ডনে বছর কয়েক গবেষণা করার পরে ঋতবান কলকাতায় ফিরে আরও একবার জড়িয়ে পড়ে তার কলেজ জীবনের প্রেম অনিন্দিতার সঙ্গে, যে এখন সফল রেডিও জকি। সম্পর্কে ফেরার পরে এ শহর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের জার্নিতে।

এ বিষয়ে অভিনেত্রী শোলাঙ্কি রায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে জানান, ‘‘মাঝে একটা বিরতি পড়েছে ঠিকই। তবে বিক্রমের সঙ্গে কাজ করার যে কমফর্ট লেভেল রয়েছে, সেটা এই ছবিতেও থাকবে। এখনও চিত্রনাট্য শোনা হয়নি, তবে প্রাথমিকভাবে ‘হ্যাঁ’ বলেছি। ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় জুটিকে বড় পর্দায় ফিরিয়ে আনা এই ছবির অন্যতম ইউএসপি হতে চলেছে। ‘দর্শক আমাদের জুটি পছন্দ করে এসেছেন বরাবর। আশা করি, প্রথম বার একসঙ্গে ছবি করেও সেই ভালোবাসা পাব।’

এ সিনেমা নিয়ে আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন অভিনেতা বিক্রমও। তিনি বলেন, ‘দর্শক ‘ইচ্ছেনদী’র সময় থেকেই আমার আর শোলাঙ্কির জুটিকে খুব পছন্দ করেছেন, এ ছবিতেও সেটাই ফিরে পাব আশা রাখছি। যেহেতু রোমান্টিক জুটি হিসেবে আমাদের গ্রহণযোগ্যতা রয়েছে ইতিমধ্যেই, তাই শহরের প্রেক্ষাপটে এই প্রেমের ছবিকেও সেটা এগিয়ে নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’

আসছে এপ্রিলে শুরু হবে ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমাটির শুটিং। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করবেন নবারুণ বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *