নভেম্বর ২৩, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক। এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৬ কোটি ১০ লাখ ডলার। বর্তমানে নীট রিজার্ভের পরিমাণ প্রায় সাড়ে ১৮ বিলিয়ন ডলার। আর মোট রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারেরও বেশি।
বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ ৬ কোটি ১০ লাখ বেড়ে ১ হাজার ৮৪৯ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে বিভিন্ন তহবিলসহ গঠিত মোট রিজার্ভ ২ হাজার ৪২৭ কোটি ডলার।
আগের সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের বিল পরিশোধের পর নভেম্বরের মাঝামাঝি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
আকুর বিল পরিশোধ ছাড়াও রিজার্ভ থেকে দৈনন্দিন ভিত্তিতে বিদেশি ঋণ ও ঋণের কিস্তি পরিশোধ করতে হয় বাংলাদেশকে। সরকারের জরুরি আমদানি ব্যয় পরিশোধে রিজার্ভ থেকে ডলার বিক্রিও করতে হয়। অন্যদিকে বৈদেশিক ঋণ, অনুদান, প্রবাসী আয়ের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা হয়।