ইসরাইলি পার্লামেন্টে যা বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ২১, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার ভিডিও কলে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিয়েছেন।

ইসরাইলি সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এনএসডিএপি নামে পরিচিত নাৎসি পার্টি, জার্মানিতে ১০২ বছর আগে ২৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। এই বছর ওই তারিখেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।

তার কিছু আত্মীয় হলোকাস্টে মারা গেছে উল্লেখ করে ইহুদি ধর্মের অনুসারি জেলেনস্কি বলেন, তারা ওই কথাগুলো আবার বলছে-‘চূড়ান্ত সমাধান’- আমাদের সম্পর্কে, ইউক্রেনীয় জাতি সম্পর্কে….মস্কোর বৈঠকে এসব কথা বলা হয়।

এ সময় তিনি রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের জনগণের প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *