সেপ্টেম্বর ৯, ২০২৪ ৯:১০ পূর্বাহ্ণ
চলতি বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ইয়াগি। ঝড়ের আঘাতে প্রায় লন্ডভন্ড হয়ে গেছে উত্তর ভিয়েতনাম।
শনিবার সকালে হাই ফং এবং কোয়াং নিন প্রদেশে ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়টি। এতে সেখানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
এএফপি জানিয়েছে, হাই ফং প্রদেশের বিভিন্ন শহরে ধাতব ছাদের শিট ও বাণিজ্যিক সাইনবোর্ড উড়তে দেখা গেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহরের বেশ কিছু বহুজাতিক কারখানা বন্ধ রয়েছে। উত্তরের চারটি বিমানবন্দর দিনের বেশির ভাগ সময়ের জন্য কার্যক্রম স্থগিত করেছে। হ্যানয়সহ উত্তরের ১২টি প্রদেশে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।