ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য নিহত

দেশজুড়ে

মার্চ ২, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনি , সাতক্ষীরা

সাতক্ষীরায় কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে পথচারি এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-যশোর মহাসড়কের সিটি কলেজ মোড় এলাকায় এঘটনা ঘটে। স্থানীয় জনতা ইঞ্জিন ভ্যানটি আটক করে। নিহতের নাম মোঃ হাবিবুর রহমান ওরফে ছোট খোকন (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। খোকন আগরদাড়ি ইউনিয়নের সাবেক মেম্বর ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ওরফে খোকন শহরের আসার জন্য পরিবহনের অপেক্ষায় সাতক্ষীরা-যশোর মহাসড়কের সিটি কলেজ মোড় এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এসময় সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরাগামী কাঠ বোঝাই দ্রæতগতির একটি ইঞ্জিন ভ্যান তাকে চাপা দেয়। এতে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহ হন। দ্রæত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদও হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *