ইউরোপীয় ইউনিয়নের ওপর ক্ষোভ ঝাড়লেন জেলেনস্কি

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ১৮, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে স্বাধীন আর পরাধীন রাষ্ট্রের জন্য একটা অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে সেটি একবারেই পরিষ্কার বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। তিনি বলেন, এ কারণেই ন্যাটো কিংবা ইইউ ইউক্রেনে রুশ বাহিনীর গোলার আঘাত ঠেকাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বৃহস্পতিবার (১৭ মার্চ) জার্মানির জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনে কিয়েভ থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এমনকি চলমান যুদ্ধে জার্মানির ভূমিকা নিয়ে হতাশার বিষয়টিও অকপটে স্বীকার করেন জেলেন্সকি।

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবেও অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি।

তিনি বলেন, বিশ্ব রাজনীতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিহাসের সবচেয়ে অমানবিক, যুদ্ধাপরাধী ও অগ্রহণযোগ্য ব্যাক্তি। ইউক্রেন প্রেসিডেন্টের এমন বক্তব্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জার্মানির জাতীয় সংসদে। এ সময় জার্মান চ্যান্সেলর ওলাফ শলজসহ সব সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউক্রেনের সাধারণ নাগরিকদের ওপর রাশিয়ার হামলার বিচারের দাবি জানিয়ে জেলেনস্কি আরও বলেন, দৃপ্তকণ্ঠে বলতে চাই পুতিনকে তার পরিণতি ভোগ করতেই হবে। এদিকে জার্মানির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন সময়ে রাশিয়ার বিপক্ষে যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ নিয়ে জার্মানির অনীহা কিংবা কখনো কখনো বিব্রত হওয়ার ঘটনা তার জন্য পীড়াদায়ক।

এমনকি ইউক্রেনকে বাদ দিয়ে পূর্বসাগরে গ্যাসলাইন প্রকল্প নর্দস্ট্রিম টু নিয়েও জার্মানিকে সমালোচনা করতে ছাড়েননি ইউক্রেনের প্রেসিডেন্ট। বক্তৃতায় ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের সিদ্ধান্তে জার্মানির দোটানায় থাকার বিষয়টিকেও আরও একবার ভাবতে অনুরোধ জানান জেলেন্সকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *