ইউক্রেনে ৪৭৪ জন বেসামরিক লোকের মৃত্যু: জাতিসংঘ

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ৯, ২০২২ ১:০৮ অপরাহ্ণ

ইউক্রেনে গত ১৩ দিনের রুশ সামরিক অভিযানে অন্তত ৪৭৪ জন বেসামরিক লোক নিহত হায়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (৮ মার্চ) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দফতর এই তথ্য জানিয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়ার এই সামরিক অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন ৮৬১ জন। সংস্থাটির দেওয়া তথ্য অনুসারে, এ পর্যন্ত ১ হাজার ৩৩৫ জন হতাহত হয়েছেন।

তবে সিএনএন এও বলছে, এই হতাহতের সংখ্যা জাতিসংঘের দেওয়া হিসাবের চেয়ে বেশি বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ইউক্রেনের এমন অনেকে এলাকা রয়েছে, যেগুলো সরকারের নিয়ন্ত্রণে। এসব এলাকার সব হিসাব এখনো পাওয়া যায়নি।

জাতিসংঘের বিবৃতিতেও এ সম্পর্কে উদাহরণ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ভলনোভাখা, মারিউপোল, ইজিউম শহরে শত শত মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এ–সংক্রান্ত তথ্যগুলো সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া জাতিসংঘের যে হিসাব দেওয়া হয়েছে, তাতেও এসব শহরের অনেক হতাহতের সংখ্যা যুক্ত করা হয়নি।

রুশপন্থীদের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্ক ও লুহানস্কে ৫৪৫ জনের হতাহতের ঘটনা সম্পর্কে জানতে পেরেছে জাতিসংঘ। সংস্থাটি দেওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার পর্যন্ত এই দুই এলাকায় ৯৪ জন প্রাণ হারিয়েছে। আর আহত হয়েছে ৪৪৯ জন।

জাতিসংঘের বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব এলাকায় এই সামরিক অভিযানের বড় প্রভাব পড়েছে, সেই সব এলাকায় মানুষ বেশি হতাহত হয়েছে। এসব হতাহতের খবর বেশি পাওয়া গেছে। মূলত বিস্ফোরণে এসব মানুষ হতাহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *