ইউক্রেনে হামলার পরিকল্পনা কমপক্ষে এক বছর আগে করা হয়েছিল বলে দাবি করেছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার সদস্য রিফাত শায়খুদ্দিনভ। তিনি জানান, ইউক্রেনে হামলার পরিকল্পনা এক বছর আগেই শুরু করেছিল পুতিন সরকার।
রুশ টিভি চ্যানেলের এক টক শোতে রিফাত শায়খুদ্দিনভ আরও বলেন, পরিস্থিতি আঁচ করতে পেরে আগেই ইউক্রেনকে সতর্ক করেছিলেন তিনি। তবে ইউক্রেনে অভিযান না চালালে রাশিয়াই হামলার শিকার হতো বলেও দাবি করেন শায়খুদ্দিনভ।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কোনো উস্কানি ছাড়াই ইউক্রেনে সামরিক হামলা চালিয়েছে রাশিয়া। সামরিক মহড়ার নামে সেনা জড়ো করেছে মস্কো, আর পুতিন কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহ দেখালেও ইউক্রেনে হামলার সিদ্ধান্ত তিনি আগেই নিয়ে রেখেছিলেন বলেও মন্তব্য করেন বাইডেন।
এদিকে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের অস্ত্র নিয়ন্ত্রণ বৈঠকে মস্কো ও মিনস্ককে সতর্ক করে দেশটি। পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলে তা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে বলেও দাবি করা হয়।
ইউক্রেনে হামলা শুরুর বেশ কিছুদিন আগে থেকেই সীমান্তের কাছে সামরিক মহড়া চালায় মস্কো। তবে সে সময় জানানো হয়, হামলা নয়, শুধুই সক্ষমতা যাচাইয়ের জন্য চালানো হচ্ছে এ মহড়া। দেশটিতে হামলার কোনো পরিকল্পনা নেই বলেও আশস্ত করেছিল রাশিয়া।