‘ইউক্রেনের মারিউপোলের রাস্তা থেকে ১২০৭ জনের মরদেহ উদ্ধার’

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ১১, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলের রাস্তা থেকে ১২০৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরটির ডেপুটি মেয়র সের্গেই অরলভ এমন দাবি করেছেন।

তিনি বিবিসিকে বলেছেন, আমি জানি না শহরে ঠিক কতজনের মৃত্যু হয়েছে। তবে এ পর্যন্ত ১২০৭ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে কর্তৃপক্ষ।

ডেপুটি মেয়র সের্গেই অরলভ বলেন, এসব মরদেহ আমরা রাস্তা থেকে সংগ্রহ করেছি। একটি গণকবরে ৪৭ জনকে সমাহিত করা হয়েছে বলে জানান তিনি। কারণ শহরের বাইরে কবরস্থান থাকলেও সেখানে মরদেহ নেয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, সমাহিত করা সবার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শহর থেকে লোকজনকে সরিয়ে নেয়া বা সাহায্য আনা সম্ভব হয়নি। বুধবার (৯ মার্চ) ব্যক্তিগত গাড়িতে পালানোর চেষ্টা করা প্রায় ১০০ জনকে ফিরে আসতে হয়েছিল।

ডেপুটি মেয়র বলেন, একটি চেকপয়েন্টে রাশিয়ান বাহিনী ‘সরাসরি গাড়িতে নয়, বরং গাড়ির চারপাশে গুলি চালাতে শুরু করে’। তারপরই তারা ফিরে আসেন।

উল্লেখ্য, কৌশলগতভাবে শহরটি বেশ গুরুত্বপূর্ণ। গত কয়েক দিন এই শহরে তীব্র লড়াই চলছে। ব্যাপক হামলার শিকার হচ্ছে শহরটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *