রাশিয়ার সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির রাশিয়ার ন্যাশনাল গার্ড পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে দাবি করেছে মস্কো।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ন্যাশনাল গার্ড কর্মকর্তার বরাতে জানায়, প্লান্টের কর্মচারীরা ‘সাধারণভাবেই’ তাদের কাজ করছেন। আর ইউক্রেনের ন্যাশনাল গার্ডের সদস্য যারা প্লান্টটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা অস্ত্র জমা দিয়ে চলে গেছেন।
এর আগে ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারমেন হালুশেঙ্কো অভিযোগ করেছিলেন, রাশিয়ান সেনারা প্লান্টের কর্মচারীদের নির্যাতন করছে এবং তাদেরকে জিম্মি করে রেখেছে। তিনি সতর্ক করে বলেছিলেন, প্রোপাগান্ডায় ব্যবহারের উদ্দেশ্যে রাশিয়া হয়তো প্লান্ট কর্তৃপক্ষের কাছ থেকে জোরপূর্বক একটি মিথ্যা বিবৃতি আদায় করবে।
রাশিয়া এবং ইউক্রেনের এসব দাবির ব্যাপারে বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। গত সপ্তাহে চার ঘণ্টা গোলা বর্ষণের পর ইউরোপের সর্ববৃহৎ এই প্লান্টটি দখলে নেয় রাশিয়া।
উল্লেখ্য, ইউক্রেনে রুশ হামলা গত ২৪ ফেব্রুয়ারি শুরু হয়। এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংস করে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। বুধবার ১৪তম দিনেও হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বেলারুশ সীমান্তে দুই দফায় বৈঠকে বসেন। তবে দুবারই বৈঠক কোনো কাজে আসেনি।