ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

খেলা স্লাইড

মার্চ ২০, ২০২২ ৮:০৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (১৯ মার্চ) বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উঠে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ। পর কোর্টে খেলতে নেমে বাংলাদেশ রীতিমত উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড দলকে। ম্যাচে তিনটি লোনাসহ ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ।

ম্যাচ শুরুর আগে ভাবা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। ইংল্যান্ড দলে ছিল বেশ কয়েকজন ভারতীয় বংশদ্ভূত খেলোয়াড়। কিন্তু কোর্টে নামতেই বাংলাদেশের দাপটে টিকতেই পারছিলেন না সোমেশ্বর কালিয়া-কেশব কুমারের দল। প্রথমার্ধেই ২টি লোনাসহ ২৭-৪ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ কাবাডি দল। দলের পক্ষে দুর্দান্ত লড়েছেন অধিনায়ক তুহিন তরফদার। তার হাত ধরেই আসে প্রথম পয়েন্ট। মাইকেল ওয়েলিংটনকে আটকিয়ে দ্বিতীয় পয়েন্ট পাওয়ার পর আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ দল ছেলেখেলা করে ইংলিশদের নিয়ে। প্রথমার্ধে দুইবার অলআউট হয়ে যায় ইংল্যান্ড কাবাডি দল।

ইনজুরিতে বাংলাদেশ দলে ছিল না দেশসেরা রেইডার মাসুদ করিম। তার অবর্তমানে দলের হাল ধরে তুহিন বুঝতেই দেননি দেশসেরা রেইডারের অভাব। দারুণ খেলে একাই এনে দিয়েছেন বেশ কয়েকটা মূল্যবান পয়েন্ট। প্রথমার্ধে পয়েন্ট ছিনিয়ে নিতে চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধেই ২৩ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছিল ইংল্যান্ড। প্রথমার্ধের চেয়ে কিছুটা ভালো খেলে কেড়ে নেয় বেশ কিছু পয়েন্ট। তবে বাংলাদেশের দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের দিনে তা পর্যাপ্ত ছিল না। দ্বিতীয়ার্ধে আরও একটি লোনা পায় বাংলাদেশ। সব মিলিয়ে চল্লিশ মিনিটের লড়াইয়ে তিনটি লোনা পায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৬-১৫ পয়েন্টে ইংল্যান্ড হার মানে বাংলাদেশের কাছে।

এ জয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শুরুটা হল দুর্দান্ত।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক উন ইয়ং হ্যাক, কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা রেঞ্জের ডিআইজি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়সহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *