‘আরআরআর’ ৫ দিনে আয় ৫৬৫ কোটি

বিনোদন

মার্চ ৩১, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ

মুক্তির দিন থেকেই আয়ে চমক দেখাচ্ছে রাজমৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত  অ্যাকশন-ধর্মী এই ছবিমুক্তির মাত্র পাঁচ দিনে বক্স অফিস সংগ্রহ ছাড়িয়েছে ৫৬৫ কোটি রুপি।

মঙ্গলবার পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় পাঁচ নম্বরে ছিল এ ছবিটি।

পিঙ্কভিলার খবর, মঙ্গলবার পর্যন্ত আয়ের দিক থেকে বাহুবলির প্রথম এবং দ্বিতীয় পার্ট, দঙ্গল ও রোবট ২.০ এর পর ছিল ‘আরআরআর’। পঞ্চমদিন অর্থাৎ বৃহস্পতিবার ৫০০ কোটি রুপির ঘর ছাড়িয়ে গেলো ছবিটি।

রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগনের পারিশ্রমিক বাদে সিনেমাটির জন্য বাজেট ছিল ৩৩৬ কোটি রুপি। সব মলিয়ে বাজেট ছিল ৪০০ কোটি রুপির বেশি।

দুই তেলেগু যোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে ‘আরআরআর’ সিনেমাটিতে। ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *