ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এ যুদ্ধ নিয়ে তোলপাড়া পুরো বিশ্ব। পুতিনের নির্দেশ অমান্য করানোর জন্য রুশ সেনাদের অভিনব প্রস্তাব দিলেন ইউক্রেনের এক মডেল। লিলি সামার্স নামে এ মডেলের টুইট এখন অন্তর্জালে ভাইরাল।
লিলি সামার্স একাধিক টুইট করেছেন। এক টুইটে তিনি লিখেন- আমি রাশিয়ার প্রত্যেক সৈনিকের সঙ্গে বিছানায় যাব, যদি তারা পুতিনের নির্দেশ অমান্য করে অস্ত্র নামিয়ে নেয় এবং ইউক্রেনের বিরুদ্ধে চলমান আগ্রাসান বন্ধ করে।
ব্যাডকিটি নামে একটি অ্যাকাউন্ট থেকে লিলি এসব টুইট করেছেন। আরেকটি টুইটে তিনি লিখেন, একজন রাশিয়ান সৈনিক মারা গেলে আমি আমার একটি নগ্ন ছবি প্রকাশ করব। একটি রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস হলে একটি নগ্ন ভিডিও দেব। যে সৈনিক একটি রাশিয়ান বিমান ধ্বংস করবে, আমি তার সঙ্গে ঘুমাব।
লিলি সামার্সের চমকপ্রদ এই প্রস্তাব নিয়ে জোর আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে লিলি তার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করবেন তা এখন দেখার বিষয়।