হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে মারা যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তবে তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে নিশ্চিত করেছে থাইল্যান্ডের পুলিশ।
ওয়ার্নের ময়নাতদন্তের কোন রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তাই ওয়ার্নের মৃত্যুকে স্বাভাবিক বলছে থাই পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট ইতোমধ্যে ওয়ার্নের পরিবারের কাছে পৌঁছে দিয়েছে থাই পুলিশ।
তবে ওয়ার্নকে হারানোর কষ্ট সইতে পারছে না তার পরিবার। সন্তানরা তার বাবাকে সেরা বাবা বলছেন।
ওয়ার্নের ছেলে জ্যাকসন বলেন, ‘আমি তোমাকে খুব মিস করবো বাবা এবং তুমি সত্যিই পৃথিবীর সেরা বাবা এবং সঙ্গী ছিলেন। তাশের টেবিলে বসা, গল্ফ কোর্সের চারপাশে হাঁটা, রাগবি খেলা দেখা এবং পিজ্জা খাওয়া, কখনই আর হবে না’।
বাবাকে শেষবারের মত শক্ত করে জড়িয়ে ধরে না থাকার জন্য দুঃখ প্রকাশ করেছেন ছোট মেয়ে সামার। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি তোমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরতে পারতাম, আমি জানতাম না এটাই ছিল তোমার সঙ্গে আমার শেষ মুহূর্ত। ’
তিনি আরো বলেন, ‘আমি যদি তোমাকে বলতে পারতাম, সবকিছু ঠিক হয়ে যাবে এবং তোমার হাত ধরতে পারতাম’।
ওয়ার্নের বড় মেয়ে ব্রুক জানান, ‘তুমি নেই এটি বুঝতে অনেক খুব কস্ট হচ্ছে। আমার দৃষ্টিতে তুমিই সেরা বাবা’।
থাইল্যান্ডের স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ওয়ার্নের মৃতদেহ অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য সকল ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সোমবার রাতে সড়কপথে ব্যাংককে নিয়ে আসা হয়েছে ওয়ার্নের মরদেহ। সেখান থেকে আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ায় নেওয়া হবে।
এদিকে, ওয়ার্নের অন্তোষ্টিক্রিয়া রাষ্ট্রীয় মর্যাদায় দেয়ার সিদ্বান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার প্রধান স্কট মরিসন।