আবারো কিয়েভে একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ৯, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ

ইউক্রেনে রাজধানী কিয়েভ ও আশপাশের অন্যান্য এলাকায়  আবারো একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বুধবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, কিয়েভ ও আশেপাশের এলাকায় অবস্থানরত সাংবাদিকরা ধারাবাহিক বিস্ফোরণের খবর দিচ্ছেন। এদিকে শহরজুড়ে আবারো বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

সাংবাদিকদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের অন্তত চারটি শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে। বুধবার সকাল থেকে দেশটির এসব শহরে সাইরেন শোনা যায়। ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়াও চেরনিহিভ, লুবনি, পোলতাভা ও ভ্যাসিলকিভে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। সাইরেন বাজানোর অর্থ হলো বিমান হামলা থেকে সম্ভাব্য বিপদের সংকেত দেওয়া। আর বাসিন্দাদের বাংকারে আশ্রয় নেয়ার জন্য সতর্কবাণী। তবে ইউক্রেনের অনেকে এরইধ্যেই বাংকারে আশ্রয় নিয়ে আছেন।

উল্লেখ্য,  ইউক্রেনে রুশ হামলা গত ২৪ ফেব্রুয়ারি শুরু হয়। এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংস করে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। বোমাবর্ষণে গুঁড়িয়ে গিয়েছে একাধিক স্কুল, কলেজ, হাসপাতাল। বুধবার ১৪তম দিনেও হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বেলারুশ সীমান্তে দুই দফায় বৈঠকে বসেন। তবে দুবারই বৈঠক কোনো কাজে আসেনি।

জানা গেছে, রুশ হামলায় ইউক্রেনে এখন পর্যন্ত ২০২টি স্কুল ভেঙে পড়েছে। গুঁড়িয়ে গিয়েছে ৩৪টি হাসপাতাল এবং ১৫০০ বহুতল। পাশাপাশি ৯০০টি বাড়ি এমনভাবে ভেঙে পড়েছে, যেখানে জল, বিদ্যুৎ কিছুই পৌঁছোচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *