আবারও নো-ফ্লাই জোনের আহ্বান জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ৬, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে তার দেশের আকাশসীমায় ‘নৌ-ফ্লাই জোন’ ঘোষণার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে এক জুম বৈঠকে জেলেনস্কি এই আহ্বান জানান।

সামরিক প্রেক্ষাপটে নো-ফ্লাই জোন এমন একটি এলাকা, যেখানে আক্রমণ বা নজরদারি রোধ করতে উড়োজাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগেও রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় মিত্র দেশগুলোকে ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ বাস্তবায়নে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো জেলেনস্কির এই আহ্বান নাকচ করে দিয়েছে।

শুক্রবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইউক্রেনে নো-ফ্লাই জোন বাস্তবায়নের সম্ভাবনা নাকচ করে দেন। একইসঙ্গে তিনি রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টিও নাকচ করে দেন।।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর শনিবার যুক্তরাষ্ট্রের একজন সিনেটর জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এছাড়া তিনি রাশিয়ার সকল বাণিজ্যিক লেনদেনও বন্ধের আহ্বান জানান।

জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে বিমান সহায়তা দিতে অনুনয় করেছেন। তিনি বলেন, ইউক্রেনের পাইলটরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিমান চালাতে পারে। তারা বিমান উড়াবে এবং যুদ্ধ করবে। কিন্তু তার জন্য তাদের বিমান প্রয়োজন।

সিএনএনের খবরে বলা হয়েছে, জেলেনস্কির সঙ্গে আলাপ শেষে ডজনের বেশি মার্কিন আইনপ্রণেতা ইউক্রেনের সাহসী প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে এবং তার সমর্থনে তাদের মাইক্রোফোনের স্পিকার বন্ধ রাখেন।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *