আপলোডের পরপরই হিট হিরোপান্তি ২’র প্রথম গান

বিনোদন

মার্চ ২৭, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ

হিরোপান্তি সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন টাইগার। আর তাই হিরোপান্তি ২ তার কাছে একটু বেশি স্পেশাল। বিশাল বাজেটের এ সিনেমাটি রজত অরোরার লেখা এবং সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত।

আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা টাইগার শ্রফের এই হিট সিনেমা। এবার প্রস্তুতি অনুযায়ী সিনেমার গানও প্রকাশিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সিনেমার গানটি ইউটিউবে আপলোড করা হয়। ‘দাফা কর’ শিরোনামের গানটি বিখ্যাত শিল্পী এ আর রহমানের গাওয়া। টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া অভিনীত এই ভিডিও গানটি ২০১৪ সালের হিরোপান্তি সিনেমার গানেরই যেন প্রতিফলন।

সিনেমায় যেমন তিনি রাফ অ্যান্ড টাফ মুডে থাকবেন, গানটিতে একদম রিল্যাক্স মুডে দেখা গেছে টাইগারকে। গানটি আপলোডের কয়েক ঘণ্টার মধ্যেই মিলিয়নের বেশী ভিউ পেয়েছে।

তারা সুতারিয়ার সঙ্গে এর আগে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় দেখা গেছে টাইগারকে। সেই সিনেমার মতো এবারও পর্দা মাতাবে এ জুটি তেমনটাই ধারণা সিনেমা বিশারদদের।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *