নভেম্বর ১৭, ২০২৪ ৬:২৬ পূর্বাহ্ণ
আমরা অনেক সময় ফোন বাজলেও এগিয়ে গিয়ে ধরতে ইচ্ছে করে না। আবার মাঝে মাঝে দেখা যায়, এমন কেউ ফোন করল, যার সঙ্গে আপনার কথা বলার ইচ্ছাই নেই। কিন্তু ফোন কেটে দেওয়াও যাচ্ছে না। তখন আপনি কি করবেন?
এখন সেই সমস্যা নেই। এখন থেকে আপনি এ রকম পরিস্থিতিতে পড়লে ফোন না ধরলেও চলবে। আপনার হয়ে উত্তর দেবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)।
খুব শিগগির এমন ফিচার নিয়ে আসছে গুগল পিক্সেল ফোন। এর নাম দিয়েছে— ‘এআই রিপ্লাইজ’। উন্নত ভাষা মডেলের মাধ্যমে আপনার হয়ে কলারের সঙ্গে কথা বলবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। নতুন এআই রিপ্লাইজ ফিচারের মাধ্যমে কল স্ক্রিনের কার্যকারিতাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে গুগল।