আদালতের আদেশ পালন করছেন জায়েদ, মানছেন না নিপুণ

বিনোদন স্পেশাল

মার্চ ২৭, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ

চলতি মাসে আদালতের রায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জায়েদ খান। পরে শপথ নিয়ে মিটিংও করেছিলেন তিনি। কিন্তু এই রায়ের বিরুদ্ধে সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া নিপুণ আক্তার আপিল করলে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এরপর নিয়ম মেনে শিল্পী সমিতিতে কোনো কার্যক্রমে আসেননি জায়েদ খান। কিন্তু নিয়মের কোনো তোয়াক্কা না করেই নিয়মিত শিল্পী সমিতির বিভিন্ন কার্যক্রম এমনকি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করার অভিযোগও উঠেছে নিপুণ আক্তারের বিরুদ্ধে। সময় সংবাদে খবরও প্রকাশ হয় পদটির স্থিতিতাবস্থা জারির পরও তিনি ওই পদে বসে দায়িত্ব পালন করেন।

এর আগে এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল জানিয়েছিলেন, ১৪ মার্চ কোর্ট বলে দিয়েছিল সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান-নিপুণ আক্তার কেউ ওই চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারবেন না। আদালত অবমাননার কারণে নিপুণ আক্তারের বিরুদ্ধে যে মামলা ছিল সেই অর্ডারের কারণে সম্পাদক পদের বিষয় আদালত এই সিদ্ধান্ত জানিয়ে দেন। তাই ওই পদে আদালতের সিদ্ধান্ত ছাড়া বসা মানে আইন মানছেন না তিনি।

এদিকে শনিবার (২৬ মার্চ) শিল্পী সমিতির চেয়ারে বসে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নিপুণ। সমিতির একটি মিটিংয়ে অংশ নিতে দেখা যায় তাকে। এমনি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক। এছাড়াও বেশ কয়েকটি ছবিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সেই ছবিতে সভাপতির চেয়ারে ইলিয়াস কাঞ্চন। তাদের মাঝে সাইমন সাদিক।

সুরাহা না হওয়া পর্যন্ত পদটির ওই পদে বসতে পারবে না কেউ। তবে নতুন করে কোনো অনুমতি পেয়েছেন কি না জানতে নিপুণ আক্তারের ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়ায় যায়।

তবে বিষয়টি নিয়ে সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিকের সাথে কথা হলে তিনি সময় সংবাদকে বলেন, এর আগে আপিল বোর্ডের রায়ে জয়ী হওয়ার পর নিপুন আক্তারের পদ স্থগিত করার জন্য জায়েদ খান আপিল করলে যে রায় আদালত দেন। সেই রায় স্থগিত করে। সেই চুড়ান্ত রায়টায় আবার স্থগিত করলে আগের আপিল বোর্ডের রায়ে নির্বাচিত নিপুণ আক্তার তার কার্যক্রম করতে পারবেন। সেই বলে তিনি সম্পাদকের পদে কার্যক্রম অব্যাহত রয়েছেন।

বিষয়টি জায়েদ খান সময় সংবাদকে বলেন, আদালতের রায় নিপুণ অবশ্যই পেয়েছেন। তিনি জানেন পদটি স্থিতিশীল অবস্থায় থাকবে। সেখানে নিপুণ কীভাবে মিটিং করছেন আর কোন শক্তিতে তিনি আদালতের রায় আবমাননা করছেন। এছাড়া কিভাবে তারা ৯ জন নিয়ে কার্যকরী পরিষদের মিটিং করেন। আর আমাদের প্যানেল কিন্তু এ বিষয় কেউ কিছুই জানেন না। আদালত যেখানে স্পষ্ট বলে দিয়েছেন পদটির রায় না আসা পর্যন্ত সেখানে কেউ দায়িত্ব পালন করবেন না।

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তার চেয়ে ১৩ ভোট কম পেয়ে ১৬৩ ভোট পেয়ে হেরে যান নিপুণ। কিন্তু ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া নিপুণ। টাকা দিয়ে ভোট কেনার নানা অভিযোগ এনে নির্বাচনী আপিল বোর্ডে আপিল করেন তিনি। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করে আপিল বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *