আগামী ২০ বছরেই অমরত্বের সন্ধান পাবে এ বিশ্ব!

লাইফস্টাইল স্পেশাল

মার্চ ২০, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ

অমরত্ব বা চিরযৌবনের অধিকারী হওয়ার ইচ্ছাটা মানুষের চিরন্তনই ছিল। বিজ্ঞানীরাও বিশ্বাস করেন বয়সকে আটকে দেওয়া যায়। দীর্ঘ গবেষণার পর অবশেষে এর স্বাদ হয়তো গ্রহণ করার সুযোগ পাবে পৃথিবীবাসী, এমনটাই দাবি গবেষকদের।

বিজ্ঞানীরা মনে করেন, বয়স বৃদ্ধি একটি রোগ। তাই একে আটকে দিতে পারলেই মানুষ অমরত্বের খুব কাছাকাছি পৌঁছাতে পারবে। বর্তমানে স্টপ এজিং নিয়ে নানান গবেষণাকার্য পরিচালিত হচ্ছে। এ নিয়ে অ্যালটস নামক এক ল্যাবও কাজ করছে। শোনা যায়, আমাজন সিইও জেফ বেজস বিশাল অঙ্কের টাকা ঢেলেছেন এই গবেষণার পেছনে।

অ্যালটস ল্যাব ও মহাকাশ ঘুরে আসা জেফ বেজস এমন একটি পদ্ধতির খোঁজ করতে চান যা কোষের স্বাস্থ্য বদলে দিতে পারে। এই দলে রয়েছেন পৃথিবী বিখ্যাত সব বিজ্ঞানী। এমনকি তাদের মধ্যে নোবেলপ্রাপ্ত বিজ্ঞানীও রয়েছেন।

সম্প্রতি অ্যালটস ল্যাব থেকে জানানো হয়েছে, এই অমরত্ব শুধু বিশেষ কারো জন্য আবিষ্কৃত হচ্ছে না বরং সবাই যাতে সুবিধা পেতে পারে তার জন্যই তারা গবেষণা করে যাচ্ছেন।

ইসপিসুয়া এবং সিন্না ইয়ামাঙ্কার মতো নোবেলজয়ী বিজ্ঞানীর গবেষণাতেও উঠে এসেছে একই তথ্য। ডেভেলপমেন্টাল বায়োলজিস্ট জুয়ান কার্লোস ইসপিসুয়া মনে করেন, আগামী ২০ বছরের মধ্যেই তারা বয়সকে হারিয়ে দিতে পারবে। তার কথায়, আগামী দুই দশকের মধ্যে এমন একটি হাতিয়ার আমাদের কাছে থাকবে যা রোগের চিকিৎসার পাশাপাশি রোগের আগাম পূর্বাভাস দিতে পারবে। এমনকি কোষকে দিতে পারবে নতুন জীবন। আমরা চাই এমন একটি অস্ত্র মানুষের হাতে তুলে দিতে, যা রোগে আক্রান্ত হওয়ার দিকে এগিয়ে যাওয়ার গতিকে স্লথ বা আটকে দিতে পারবে।

এক্ষেত্রে ব্যবহার করা হবে সেলুলার রিপ্রোগ্রামিং পদ্ধতি। বায়োটেকনোলজির মাধ্যমেই ঘটবে গোটা বিষয়টি। এর জন্য ডিজেনারশেন থেকে রিজেনারেশন করা হবে। ইতিমধ্যেই প্রাণীর দেহে এই বয়স ধরে রাখার বিষয়টি কার্যকর করা গেছে।

বিজ্ঞানীরা মধ্যবয়স্ক ইঁদুরের ওপর এ পরীক্ষা চালিয়েছেন। যেখানে ইঁদুরের বয়স ধরে রাখতে সফল হয়েছেন তারা। এই ইঁদুরের বয়সের সাফল্য হিসাব করলে দেখা যায় মানুষের আয়ু প্রায় ৩৫ বছর পর্যন্ত বাড়তে পারে।

তবে অনেকেই মনে করছেন ইঁদুর আর মানুষের মধ্যে অনেক তফাত। তাই এবার বিজ্ঞানীরা চাইছেন বানরের ওপর এই পদ্ধতি প্রয়োগ করতে। এই প্রয়াস সফল হলে মানুষের ওপরও করা হবে এ পরীক্ষা। সাফল্যের একেবারে দ্বারপ্রান্তে থাকায় আগামী ২০ বছরেই বয়সকে ধরে রাখা সম্ভব হবে এমনটাই আশা করছেন সবাই।

সূত্র: এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *