আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্ত ছাড়া কিছু মামলা হচ্ছে: ভলকার তুর্ক

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্ত ছাড়া কিছু মামলা হচ্ছে: ভলকার তুর্ক

জাতীয় স্লাইড

অক্টোবর ৩১, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ

জতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ছাড়া কিছু মামলা হচ্ছে। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হওয়া প্রয়োজন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভলকার তুর্ক বলেন, জুলাই-আগস্ট মাসে হত্যার যথাযথ তদন্ত এবং বাংলাদেশের আর্থসামাজিক সংস্কারে সহায়তা করা জাতিসংঘ মানবাধিকার দফতরের অগ্রাধিকার।

তিনি আরো বলেন, বাংলাদেশে অতীতে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। একটি ভিন্ন বাংলাদেশ দেখছি আমরা।

গত ২৮ অক্টোবর দিবাগত রা‌তে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এরইমধ্যে সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দফতর খোলার বিষয়ে আলোচনা করেন তিনি।

আজ সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *