অ্যাপল কম দামে আইফোন এসই-তে কার্বন মুক্ত অ্যালুমিনিয়াম ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো কার্বনমুক্ত অ্যালুমিনিয়ামের একটি বড় ব্যাচ কেনার ঘোষণা দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি ক্রয়ের আকার বা খরচ সম্পর্কে বিশদ প্রকাশ করা হয়নি।
আইফোনের কেসিং এ ব্যবহৃত অ্যালুমিনিয়াম তৈরি করতে ব্যাপক পরিমাণে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হয়। যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগে অ্যাপলকে ব্যাপক সমালোচনা সইতে হয়েছে। এর জন্য প্রতিষ্ঠানটি কার্বনশূন্য অ্যালুমিনিয়াম ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়েছে।
এর আগে ২০১৯ সালে অ্যাপল প্রথম ল্যাব-নির্মিত ধাতুর একটি ছোট ব্যাচ এলিসিস থেকে কিনেছিল। পরে সে ধাতু ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো ডিভাইসে ব্যবহার করা হয়।
এলিসিস মূলত সিরামিক অ্যানোড ব্যবহার করে অ্যালুমিনিয়াম উৎপাদন করে। ২০২৪ সালের মধ্যে নিজস্ব প্রযুক্তিগুলোকে বাণিজ্যিকীকরণের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।