অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে পাকিস্তান শিবিরে ইনজুরির হানা

খেলা স্লাইড

মার্চ ১, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে বড় দুঃসংবাদ পাকিস্তান দলের জন্য। প্রথম টেস্টের আগেই জোড়া আঘাত হেনেছে ইনজুরি। ইনজুরিতে প্রথম টেস্টের দল থেকে ছিটকে পড়েছে হাসান আলি ও ফাহিম আশরাফ। তাদের জায়গায় ডাক পেয়েছেন ইফতেখার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিম।

হাসান ও আশরাফ দুজনই পিএসএলে খেলেছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। ইসলামাদের ইনজুরিজর্জর পিএসএল ক্যাম্পেইন শেষ হয় গত শুক্রবার টুর্নামেন্টের ফাইনালিস্ট লাহোর কালান্দার্সের বিরুদ্ধে হারের মধ্য দিয়ে। আশরাফ ম্যাচটি মিস করেন হ্যামস্ট্রিং ইনজুরির জন্য। অন্যদিকে হাসান ম্যাচটি খেললেও খেলার শেষ দিকে তাকে দেখা যায় পায়ের উরু ধরে খুড়িয়ে হাঁটতে। পরে জানা যায় তিনি থাই মাসলের টান জনিত ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ এক বছরে পাকিস্তানের টেস্ট দলে দুজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ফাহিম আশরাফের আগমনে পাকিস্তান দীর্ঘদীন পর খুঁজে পেয়েছে একজন পেস বোলিং অলরাউন্ডার। যদিও শেষ ৮ টেস্টে মাত্র ১০টি উইকেট শিকার করেছেন তিনি তবুও দলের অপরিহার্য সদস্য তিনি। পাকিস্তানের পেস বোলিং অ্যাটাকে তিনি বিচিত্র এনেছেন। তাছাড়া তার হাতে বল তুলে দিয়ে ফ্রন্টলাইন বোলারদের বিশ্রাম দিতে পারেন অধিনায়ক। অন্যদিকে ব্যাট হাতে তিনি আছেন দুর্দান্ত ফর্মে। শেষ এক বছরে প্রায় ৪০ গড়ে রান তুলেছেন তিনি।

অন্যদিকে হাসান আলী গত এক বছরে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ১৬ গড়ে ৪১ উইকেট শিকার করে সংগ্রাহকের তালিকায় অবস্থান করছেন সতীর্থ শাহীন শাহ আফ্রিদি ও ভারতীয় স্পিনার অশ্বিনের পরেই।

ফাহিম ও হাসান দুজনই দ্বিতীয় টেস্টের আগে ফিট হয়ে দলে ফিরবেন বলে আশা প্রকাশ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট করাচীতে শুরু হবে ১২ মার্চ। এর আগেই তারা দলে ফিরতে পারবেন বলে বিশ্বাস তাদের।

ইফতেখার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিম দুজন দলে ডাক পেয়েছেন মূলত তাদের অলরাউন্ড অ্যাবিলিটির জন্য। তারা গতকাল রাতেই ইসলামাবাদে পৌঁছে তিন দিনের আইসোলেশনে আছেন। এর পর তারা টেস্ট দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *