বসেছে একাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসর। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে দেওয়া হচ্ছে বিশ্ব সিনেমার এ সম্মানজনক পুরস্কার।
করোনার কারণে এক মাস পিছিয়ে সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় অস্কারের এবারের আসর। অনুষ্ঠানের শুরুতেই ঘোষণা করা হয় সেরা পার্শ্ব অভিনেত্রীর নাম। এবার এ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আরিয়ানা ডিবোস। ‘ওয়েস্ট সাইড স্টোরি’ সিনেমার জন্য এ পুরস্কার ঘরে তুলেছেন তিনি।
সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন জেসি বাকলি (দ্য লস্ট ডটার), ডেঞ্চ (বেলফাস্ট), কির্স্টেন ডান্সট (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও আনজানু এলিস (কিং রিচার্ড)।
এবারের অস্কার উপস্থাপনা করছেন কমেডিয়ান ওয়ান্ডা স্কাইস, অ্যামি সুমার ও অভিনেত্রী রেজিনা হল। করোনার প্রভাব কাটিয়ে এবার সরাসরি বসেছে ৯৪তম অস্কার। অনুষ্ঠানটি প্রচার করছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে। অনুষ্ঠান চলাকালে বিজয়ীদের নাম জানানো হচ্ছে টুইটারেও।