অসমাপ্ত মেসেজ হারাবে না, নতুন ফিচার হোয়াটসঅ্যাপে

অসমাপ্ত মেসেজ হারাবে না, নতুন ফিচার হোয়াটসঅ্যাপে

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

নভেম্বর ১৯, ২০২৪ ৬:১৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। যার ফলে ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করছে মেটা। এবার তারা নিয়ে এসেছে এক ফিচার। তার নাম ‘মেসেজ ড্রাফটস’।

এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আনসেন্ট মেসেজ সেভ করতে পারবেন। এর ফলে অসমাপ্ত মেসেজ আর হারিয়ে যাবে না। কেননা জি-মেইলে মতোই তা ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

অনেক সময়ই এমন হয়, কোনো মেসেজ টাইপ করার পর হয়তো তা আর পাঠানো হলো না। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেটাকে সবুজ রঙের ‘ড্রাফট’ হিসেবে লেবেল করে দেবে চ্যাট লিস্টে। ফলে অনায়াসেই কোনো ইউজার ড্রাফট প্রিভিউ ও লেবেলের সাহায্যে সেগুলোকে শনাক্ত করতে পারবেন। চাইলে সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবেন নির্দিষ্ট নম্বরে।

প্রসঙ্গত, টেলিগ্রামে ইতোমধ্যেই এমন সুবিধা লভ্য। সেখান থেকেই এবার তা হোয়াটসঅ্যাপেও চলে এলো। আপাতভাবে এটিকে ছোট কোনো আপডেট মনে হলেও আদপে কিন্তু তা নয়। কেননা অসমাপ্ত মেসেজ হারিয়ে ফেলার জন্য অনেক সময়ই সমস্যা তৈরি হতে পারে। যা এবার থেকে আর হবে না।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ এনেছে আরেক ফিচার। যার নাম ‘লিস্টস’। যার লক্ষ্যই হল গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা। এ বছরের গোড়ার দিকে এসেছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন— পরিবার, অফিস এবং প্রতিবেশী ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *