সমর্থকদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।
বৃহস্পতিবার তেহরানে হানিয়া ও তার দেহরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সে সময় রাজধানীতে দেখা যায় লাখো মানুষের ঢল। সবাই শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে এসেছিলেন।
অনেক নারীকে হানিয়ার ছবি হাতে নীরব প্রতিবাদেও অংশ নিতে দেখা যায়। নামাজের পর হানিয়ার মরদেহ আজাদী (স্বাধীনতা) চত্বরের দিকে নিয়ে যাওয়া হবে।
এরপর কাতারের রাজধানী দোহায় তাকে দাফন করা হবে। এর আগে বুধবার ইরানে গুপ্তহত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া।