অভিনয় করে ১২০০ টাকা পেতেন রণিত!

বিনোদন স্লাইড

মার্চ ৬, ২০২২ ৯:০৬ পূর্বাহ্ণ

ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের থেকেও কম টাকা পেতেন রণিত রায়!

বলিউডের পরিচিত মুখ রণিত রায়। ঝুলিতে তার কতগুলো ব্লকবাস্টার সিনেমা থাকলেও সুপারস্টার খেতাব পাননি । অভিনয় জগতের প্রতি তীব্র আকাঙ্ক্ষাই তাকে বলিউডে টেনে এনেছে।

পর্দায় ভিলেন থেকে ধূসর চরিত্র- সবক্ষেত্রেই নিজের পারদর্শীতা দেখিয়েছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অনুরাগ কাশ্যপ থেকে করণ জোহরের মতো প্রখ্যাত পরিচালকদের ছবিতে কাজ করার অভিজ্ঞতা। কিন্তু একটা সময় পর্যন্ত রণিতের সঙ্গে কাজ করতে চাইতেন না এক দল প্রযোজক।

রণিত রায় যখন ছোটপর্দায় কাজ শুরু করেছিলেন তখন একজন জুনিয়র আর্টিস্টের থেকেও কম পারিশ্রমিক দেওয়া হত তাঁকে। জি টিভি চ্যানেলে বালাজি টেলিফিল্মস প্রযোজিত ‘কামাল’ ধারাবাহিক-ই ছিল ছোটপর্দায় রণিতের প্রথম কাজ। সেই সময় প্রতি দিন পারিশ্রমিক হিসেবে ১২০০ টাকা পেতেন এই অভিনেতা। অথচ ওই শো-এর জুনিয়র আর্টিস্টদের প্রতিদিন দেওয়া হতো ১৫০০ টাকা করে।

অভিনয়ের পাশাপাশি রণিত একজন ব্যবসায়ীও । তিনি এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মালিক। যা বর্তমানে নামি দামি বলিউড অভিনেতাদের সুরক্ষা দেয়।

এছাড়া, ২০১৮ সালে তিনি মোনা সিং ও গুরদীপ কোহলির সাথে অলট বালাজির ওয়েব সিরিজ “কেহনে কো হামসফর হ্যায়”তে অভিনয়ের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেন। এরপর ২০১৯ সালে তিনি হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘হোষ্টেজে’ অভিনয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *