অফিসে রাতদিন কাজ করেও সাফল্য নেই, জেনে নিন কীভাবে মিলবে ফল

অফিসে রাতদিন কাজ করেও সাফল্য নেই, জেনে নিন কীভাবে মিলবে ফল

লাইফস্টাইল স্পেশাল

নভেম্বর ৯, ২০২৪ ৬:১০ পূর্বাহ্ণ

বাস্তুশাস্ত্র হচ্ছে এটি এমন একটি শাস্ত্র, যা আমাদের বলে দেয় দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের কথা। বাড়িতে অশান্তি আর চাকরিতে বাধা— সব কিছুরই সমাধান লুকিয়ে আছে এই শাস্ত্রে।

বলা যায়, এই শাস্ত্রে আমাদের জীবনের সব ধরনের সমস্যা মোকাবিলার পদ্ধতি উল্লেখ করা রয়েছে। বলা হয়েছে— একজন ব্যক্তি যদি শাস্ত্রে উল্লিখিত নিয়ম সঠিকভাবে অনুসরণ করে থাকে, তবে ফল অত্যন্ত শুভ হয়। কিন্তু যদি তা না করা হয়, তাহলে কিন্তু বিপদ আসবে নির্ঘাত।

আজকের প্রতিবেদন সেসব মানুষের জন্য খুব দরকারি হতে চলেছে, যারা মূলত তাদের কাজ বা অফিস নিয়ে চিন্তিত। অর্থাৎ কঠোর পরিশ্রম করেও সাফল্য পাচ্ছেন না। আজ এমন কিছু উপায় সম্পর্কে বলব, যা বাস্তুশাস্ত্রে উল্লিখিত রয়েছে প্রাচীনকাল থেকেই। আর এগুলো অবলম্বন করলে আপনারও হাতের মুঠোয় থাকবে সাফল্য। কর্মক্ষেত্রে পাবেন ব্যাপক নাম।

প্রথমেই আমাদের জানা উচিত, ঠিক কোন দিকে আপনার মুখ রাখা উচিত এবং কাজ করার সময়।

বাস্তুশাস্ত্র মতে, আপনার অফিসে কাজ করার সময় আপনার মুখ সর্বদা উত্তর দিকে হওয়া উচিত। অফিসে বসার জন্য এ দিকটিকে অত্যন্তই শুভ। সে ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তবে আপনি চাইলে পশ্চিম দিকেও মুখ করে বসতে পারেন। এতেও আপনার উন্নতি হবে। সাফল্য পাবেন।

আবার কারও কারও নিজের অফিস ডেস্কের কাছে ডাস্টবিন রাখার বদঅভ্যাস আছে। বাস্তুমতে, আপনি যদি আপনার কাজের অগ্রগতি চান, তাহলে আপনার এই কাজ একেবারেই করা উচিত নয়। মনে করা হয়, ডেস্কের কাছে ডাস্টবিন রাখলে বাড়তে থাকে নেতিবাচকতা । তাই আপনিও যদি ভুল করে আপনার ডেস্কের নিচেই ডাস্টবিন রেখে থাকেন, তবে অবিলম্বে সেটি সরিয়ে ফেলুন।

মনে রাখবেন— আপনার এই ছোট ভুলে কর্মজীবনে পড়তে পারে কুপ্রভাব। বাড়িতে নেই সুখ-শান্তি, প্রতিদিন অশান্তি? বাস্তু দোষ এড়াতে করুন এই প্রতিকার। শুধু তাই নয়, আপনার ডেস্কের ওপর জিনিসপত্র যাতে ছড়িয়ে না রাখা হয়, সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ডেস্কটি সবসময় সাজানো ও অল্প জিনিস রাখার চেষ্টা করবেন।

এ ছাড়া শাস্ত্রমতে, কর্মজীবন উন্নতি করে আপনি আপনার অফিস ডেস্কে একটি বাম্বু ট্রি বা মানি প্ল্যান্ট রাখতে পারেন। মনে করা হয়, এতে পজিটিভ এনার্জি বা ইতিবাচকতা বাস করে। তবে খেয়াল রাখবেন, ডেস্কে রাখা গাছগুলো যেন শুকিয়ে না যায়। যদি শুকিয়ে যায়, তবে অবিলম্বে তা পরিবর্তন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *