অনূর্ধ্ব-১৯: এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

অনূর্ধ্ব-১৯: এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

খেলা

নভেম্বর ৯, ২০২৪ ৬:১৫ পূর্বাহ্ণ

চলতি মাসে পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। তার আগে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮ দলকে দুই গ্রুপে ভাগ করেছে। এর মধ্যে গ্রুপ ‘বি’তে জায়গা হয়েছে বাংলাদেশের যুবাদের। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে আফগানিস্তান, শ্রীলংকা ও নেপাল।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গী জাপান ও সংযুক্ত আমিরাত।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে লংকানদের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টের গ্রুপসেরা ও রানার্স-আপ জায়গা করে নেবে সেমিফাইনালে। ৬ ডিসেম্বর দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার একদিন পর ৮ ডিসেম্বর হবে ফাইনাল।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল মাহফুজুর রহমান রাব্বির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *